২১ অক্টোবর, ২০২১ ১০:৫৯

মমেক হাসপাতালে একদিনে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মমেক হাসপাতালে একদিনে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮০ জনের মৃত্যু হল।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৬০), ফুলপুর উপজেলার রওশন আরা (৪৩), রাজু (১৬), ভালুকা উপজেলার নূরজাহান (৭৬) ও কিশোরগঞ্জের সুলতান উদ্দিন (৭৮)। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা:  মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

ডা:  মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে একজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা: মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৩৬ জন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর