২৮ জানুয়ারি, ২০২২ ১১:২১

বিশ্বে আরও সাড়ে ৩৫ লাখের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ১০ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

বিশ্বে আরও সাড়ে ৩৫ লাখের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ১০ হাজারের বেশি

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে একদিনে প্রাণ গেল আরও ১০ হাজারের বেশি মানুষের। এই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে আরও সাড়ে ৩৫ লাখ মানুষ।

ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুযায়ী, সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৪৯ হাজার ৯০৯ জন। আর এই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৪০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৪ লাখ ৯৭ হাজার ৩৫১ ও ৩ হাজার ৬৮৯ জন।

গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, মৃত্যুর সংখ্যা ৬৬২ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে ২ লাখ ২৮ হাজার ৯৭২ জন। 

এই সময়ে ভারতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫১ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৬২৭ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার্স

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর