২২ জুন, ২০২২ ১৪:১৪

বরিশাল মেডিকেলে করোনা শনাক্তের হার কমে ১৬.৬৬ ভাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মেডিকেলে করোনা শনাক্তের হার কমে ১৬.৬৬ ভাগ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

সবশেষ বুধবার ১৮ জনের নমুনা পরীক্ষায় তিন জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৬৬ ভাগ।

এর আগে গতকাল মঙ্গলবার পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৩০.৭৬ ভাগ, সোমবার ৬.২৫ ভাগ এবং রবিবার ছিল ৯.০৯ ভাগ। গত এপ্রিলের পর ১৯ জুন (রবিবার) থেকে ফের করোনা শনাক্ত হচ্ছে পিসিআর ল্যাবে।

এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া একজন নারী রোগী এখনও চিকিৎসাধীন আছেন। এপ্রিলের পর গত ১৯ জুন ভর্তি হওয়া ওই নারীর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন। তবে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে চিকিৎসকদের সন্দেহ তার করোনা পজেটিভ।

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬৭৩ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ১৯৭ জন বাড়ি ফিরেছেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা ছিল পজেটিভ। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর