২৩ জুন, ২০২২ ১৬:০০

বগুড়ায় ১০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ১০ জন 
করোনায় আক্রান্ত

বগুড়ায় আবারো করোনা শনাক্ত হয়েছে। নতুন করে ৩৮টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্তরা সকলেই নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। 

বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার জেলায় মোট ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৩১ নমুনায় ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৪ নমুনায় সবার নেগেটিভ আসে। নতুন করোনায় শনাক্ত ৪ জনই সদরের বাসিন্দা।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম জানান, নতুন করে আক্রান্ত চারজন নিয়ে জেলায় বর্তমানে ১০ জন করোনা রোগী বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর