ক্ষুদ্র পরিসরে শুরু করে এখন সফল বিপ্রপার্টি। দুইশো’র অধিক সদস্য নিয়ে ২৫ হাজারের বেশি প্রপার্টির দেখভাল করছে তারা।
দল বড় হচ্ছে, প্রপার্টি ব্যবসায় উদীয়মান এই কোম্পানি নিজেদের কর্মস্থলও বড় পরিসরে সাজিয়ে নিয়েছে। রাজধানীর গুলশান-১ এ লোটাস কামাল টাওয়ারে স্থানান্তর করছে কার্যালয়।
বিডি প্রতিদিন/হিমেল