ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সম্প্রতি সুপারব্র্যান্ডস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য এসিআই পিওর সল্ট ও এসিআই এরোসল - কে ‘সুপারব্র্যান্ডস’ হিসেবে ঘোষণা করা হয়।
সুপারব্র্যান্ডস একটি গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন এবং প্রকাশনা প্রতিষ্ঠান, যা বিশ্বজুড়ে ৮৮টি দেশে পরিচালিত হচ্ছে।
ভোক্তাদের আস্থা, পণ্য নির্বাচনে ভোক্তাদের অগ্রাধিকার, ব্র্যান্ডের গুণগত মান ধরে রাখার ধারাবাহিক প্রতিশ্রুতি, ব্র্যান্ডের ঐতিহ্য, ইত্যাদি বৈশিষ্টসমূহের প্রেক্ষিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে পুরস্কার দুটি গ্রহণ করেন সৈয়দ আলামগীর, ব্যবস্থাপনা পরিচালক, কন্জুমার ব্র্যান্ডস, এ সি আই লিমিটেড।
বিডি প্রতিদিন/ফারজানা