দেশের প্রথম শতভাগ শাখার মাধ্যমে অনলাইন সেবা প্রদানকারী রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক এবার তার মোবাইল ব্যাংকিং গ্রাহকদের জন্য নিয়ে আসল ২৪ ঘণ্টা কল সেন্টারের সুবিধা।
এ লক্ষে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি আজ দিলকুশায় প্রধান কার্যালয়ে Impel Service and solution (ISSL) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান ও ISSL এর এমডি মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।
এ সময় এমডি আতাউর রহমান বলেন, এর মাধ্যমে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর গ্রাহকরা তথ্য-প্রযুক্তিসহ সকল কারিগরি সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের সর্ববৃহৎ ডিজিটাল প্রকল্প প্রাথমিক শিক্ষা উপবৃত্তির কার্যক্রমে রূপালী ব্যাংক মুঠোফোনের মাধ্যমে ১ কোটি ২০ লাখ মায়েদের হাতে উপবৃত্তির টাকা পৌছে দিচ্ছে। এছাড়াও চিনি ও খাদ্য শিল্পের আখচাষীদের আখের মূল্য ও ভর্তুকি প্রদান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দরিদ্র মহিলাদের মাতৃত্বকালীন ভাতা বিতরণ, কৃষকদের আর্থিক প্রণোদনা বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ভাতাদি সংগ্রহসহ নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করছে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং। ISSL এর এমডি বলেন প্রায় দুইশত কর্মী কল সেন্টারে সেবা প্রদান করবেন। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, অরুণ কান্তি পাল, ISSL এর পরিচালক আশিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন