সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো, বাংলাদেশের বাজারে নিয়ে এলো সুপার স্ক্রিন ডিসপ্লে এবং ডুয়েল ক্যামেরা সম্পন্ন মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোন এ৫।
এর আগে অপো প্রথম ডুয়েল ক্যামেরা সিরিজ এ৩ বাজারে নিয়ে আসে। অপো এ৫ এ রয়েছে ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এ.আই প্রযুক্তি সম্পন্ন ফ্রন্ট ক্যামেরা। এতে আরও রয়েছে সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে, যা সাশ্রয়ী দামের স্মার্টফোনগুলোর মধ্যে সেরা।
এই ডিভাইসটি ২.০ এ.আই বিউটি প্রযুক্তি সাপোর্ট করে, যেটি তরুণ গ্রাহকদের দেয় আরও প্রাকৃতিক ও বাস্তবর্ধমী সেলফির অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে ৪জিবি র্যাম এবং ৩২ জিবি রমের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ অক্টাকোর প্রোসেসর এবং ৪,২৩০ এমএএইচ ব্যাটারি। ফোনটির মূল্য ২০,৯৯০ টাকা।
নতুন উন্মোচিত এই ডিভাইস প্রসঙ্গে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, অপো এ৫ স্মার্টফোনটি আমাদের সম্মানিত মিড-রেঞ্জ গ্রুপের গ্রাহকদের সবচেয়ে সেরা অভিজ্ঞতা দেবে।
বিডি প্রতিদিন/ফারজানা