স্যুট-কোট তৈরির কথা ভাবছেন? দোকানে গিয়ে বানাতে না চাইলেও সমস্যা নেই। বাড়ি বসে ফরমাশ দিলেই টেইলারিং সেবা পাবেন। এফ-কমার্সভিত্তিক টেইলারিং সেবা ফিয়েরোর এই উদ্যোগ সাড়া ফেলেছে। এটি মূলত ফেসবুকভিত্তিক হোম সার্ভিস সেবা।
ফিয়েরোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকেই পোশাক তৈরির জন্য টেইলার্সে যাওয়া এবং পোশাক আনার কষ্ট করতে চান না। এখন তারা চাইলে বাড়িতে বসেই টেইলারিং সেবা নিতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের কাপড় পছন্দ করা এবং দক্ষ দরজি দিয়ে পোশাক তৈরি করে তা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করে ফিয়েরো।
ফিয়েরোর উদ্যোক্তা সৈয়দ ইয়াসির আলম বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিয়েরোর সেবা পাওয়া যায়। অ্যাপ ও ওয়েবে শিগগিরই এ সেবা ঢাকা ও ঢাকার বাইরে পাওয়া যাবে। website: www.fierobd.com ও ফেসবুকে (https://www.facebook.com/ fierobd/) এ সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা