থাইল্যান্ডের বিমান সংস্থা থাই লায়ন এয়ার ১ অক্টোবর থেকে ব্যাংকক টু ঢাকা ফ্লাইট চালু করতে যাচ্ছে। সংস্থাটির বোর্ড চেয়ারম্যান দারসিতো হেন্দ্রো সিপুত্র এ তথ্য জানিয়েছেন।
ঢাকা-ব্যাংকক যাত্রায় সময় লাগবে আড়াই ঘণ্টা। প্রতিদিন নিয়মিতভাবে এ ফ্লাইট চালু থাকবে। এতে সাশ্রয় মূল্যে যাতায়াতের সুযোগ রয়েছে। টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১৬ হাজার টাকা (সবকিছু এতে অন্তর্ভূক্ত)।
বিডি প্রতিদিন/ফারজানা