'সহজ' এর সাথে 'রুটিরুজি' একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশানে অবস্থিত 'রুটিরুজি'র অফিস প্রাঙ্গণে এই চুক্তি সই হয়।
চুক্তিটির অধীনে 'সহজ' এর ডেলিভারি রাইডার, কল সেন্টার এজেন্টের মতো এন্ট্রি লেভেলের চাকরির বিজ্ঞপ্তিসমূহ নিয়মিত শেয়ার করবে 'রুটিরুজি'। একইসঙ্গে চাকরি প্রত্যাশীদের জন্য 'রুটিরুজি'র বিভিন্ন প্ল্যাটফর্মে (ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার ও ওয়েবসাইট) নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।
'রুটিরুজি'র মূল কোম্পানি, এসএসডি-টেক এর নির্বাহী পরিচালক জামান মো. বাহাদুর খান এবং 'সহজ' এর মানব সম্পদ বিভাগের প্রধান আফলাতুন কায়সার চুক্তিটি বিনিময় করেন।
বিডি-প্রতিদিন/শফিক