অল্প সময়ে গ্রাহকদের আস্থা অর্জনকারী অনলাইন শপ টেকপ্লাটুন এই ঈদে দিচ্ছে মাত্র ১৩,৫০০ টাকায় ১১.৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লের ব্র্যান্ড নিউ ল্যাপটপ।
আমেরিকান ব্রান্ড আইলাইফের জেড এয়ার লাইট ল্যাপটপে থাকছে জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ২জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, প্রয়োজনে ১২৮ জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যায়। ল্যাপটপটি এক নাগাড়ে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। ঈদ উপলক্ষে প্রতিটি ল্যাপটপের সাথে থাকছে ১টি করে ব্যাগ এবং ওয়ারলেস মাউস ফ্রি। শিক্ষার্থী এবং অফিসের কাজের উপযোগী এই ল্যাপটপে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি।
এই বাজেট ল্যাপটপ দিয়ে প্রয়োজনীয় সব ধরনের বেসিক কাজ করা যাবে। মাইক্রোসফট অফিস, অটোক্যাড ও ফটোশপের ফাইল সাপোর্ট করে। অফিসের গুরুত্তর্পূণ ই-মেইল, প্রেজেন্টেশান, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউসিং, এইচডি মুভি দেখাসহ সব ধরনের কাজে ব্যাবহার করা যাবে।
টেকপ্ল্যাটুন আইলাইফের অনুমোদিত অনলাইন পার্টনার এবং সব পণ্যের অর্ডার তাদের নিজস্ব দক্ষকর্মী ধারা সম্পন্ন করে তাই প্রতারিত হবার কোনো সম্ভবনা নেই।
বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮৪৭০৫২০৮২
বিডি প্রতিদিন/এ মজুমদার/পাভেল