সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশিরা কোনো রকম চার্জ ছাড়াই দেশে টাকা পাঠাতে পারবেন। আরএকে মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো টাকা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে তাত্ক্ষণিক জমা হয়ে যাবে। ফলে প্রেরণকারীর পুরো টাকাই তাঁর বেনিফিশিয়ারি তুলতে পারবেন। উপরন্তু, পাঠানো টাকার ওপর বাংলাদেশ সরকার প্রদত্ত ২ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন। ব্যাংক এশিয়া ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আরএকে ব্যাংক যৌথভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা চালু করল। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরএকে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আরএকে ব্যাংকের শাখা থেকে চার্জ ফ্রি এই রেমিট্যান্স প্রেরণ সুবিধা নিতে পারবেন। এ সুবিধা ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক