রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে প্রকাশ্যে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়। ব্যাংকটির কৃষি, পল্লীঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের সহযোগিতায় খুলনার রূপালী সদন শাখার আয়োজনে বুধবার প্রকাশ্যে কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের কৃষি, পল্লীঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক শচীন্দ্রনাথ সমাদ্দার।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাফিজুর রহমান, ডিজিএম জাকির ইবনে বোরাক ও বিলকিস আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জোনাল ম্যানেজার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এজিএম মো. মুজিব আলম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ