মাদারীপুরের শিবচরে এক যুবককে থানায় এনে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। আহত হাবি হাওলাদারকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত এসআই সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, গত শনিবার রাত ১০টার দিকে শিবচরের কাওড়াকান্দি ঘাটের পুলিশ বঙ্রে কাছে চায়ের দোকানে বসেছিলেন হাবি। এ সময় শিবচর থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। হাবি পুলিশের গাড়িতে উঠতে না চাইলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে পুলিশ ভ্যানে তাকে শিবচর থানায় আনা হয়। থানায় জ্ঞান ফিরলে সাইফুল তাকে মাটিতে ফেলে বুকে লাথি মারে ও শরীরের বিভিন্ন স্থানে পেটায়। ভেঙে যায় হাবির বাম পা ও একটি হাত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ জানায়, নির্যাতনের সময় নিষেধ করলেও সাইফুল শুনেনি। শিবচর স্বাস্থ্য কমপ্লেঙ্রে চিকিৎসক বলেন, শনিবার রাতে পুলিশ হাবি নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।