শালুক, নকশী, টমাটো, কুটোল, মনমোহন, পাটিশাপটা, বেলি, ক্রিম চকলেট, পাতা নকশী, তাল, পুডিং, ঝুড়ি, খই, কামরাঙ্গা, লবঙ্গলতিকা, শতরঞ্জি, সাগু, গোলাপ, গোলাপ দুধ, পাকন, ঝিনুক, পুলি আরও কত কি যে নাম! এমন বাহারি নানা নামের পিঠা নিয়ে বগুড়া লিটল থিয়েটারের দিনব্যাপী পিঠা উৎসব শেষ হলো।
গতকাল সকাল ১০টায় শহরের টিটু মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ফরিদ, মির্জা আহসানুল হক দুলাল, আতিকুর রহমান, এবিএম জিয়াউল হক বাবলা, অ্যাডভোকেট পলাশ খন্দকার। সভাপতিত্ব করেন লিটল থিয়েটারের পরিচালক তৌফিক হাসান ময়না। বিকালে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি মনোয়ারুল ইসলাম, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।