রাঙামাটির কাউখালী উপজেলায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের তিন কর্মী আহত হয়েছে।
আহতরা হলো যুবলীগ কর্মী কবির হোসেন (২৬), ছাত্রলীগ কর্মী বাপ্পী (১৮) ও শহীদ (১৭)।
গতকাল রাতে জেলার কাউখালী সদরে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চিকিৎসা দিন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার কাউখালী উপজেলা সদর থে ইেসমাইলের চা দোকানে যুবলীগ কর্মী কবির হোসেন, ছাত্রলীগ কর্মী বাপ্পী (১৮) ও শহীদ (১৭) বসে নাস্তা খাওয়ার সময় ১০/১২ জনের একটি দল লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় তাদের উপর। এসময় কোনো কিছু বুঝে উঠার আগেই বেদম মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে তিনজনই গুরুতর আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থ আসংখ্যা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করা করা হয়।
আহতরা জানায়, হামলার ঘটনার সময় তারা তিনজনকে চিনতে পেরেছে। হামলাকারীরা বিরোধীদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে দাবী করেন তারা ।
এদিকে কাউখালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার কথা শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি।