দিনাজপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন জামায়াত কর্মী রয়েছে। এরা বিভিন্ন মামলার পলাতক আসামি।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকাল মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২০ জনকে আটক করে। আটককৃতরা নাশতকামূলক কর্মকান্ডসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। এদের মধ্যে ঘোড়াঘাট উপজেলার এক জামায়াত কর্মী রয়েছেন।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।