রাজশাহীর পবা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম আজ এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শিতলাই এলাকার আলমগীরের ছেলে নাহিদ (২০) ও কমেদের ছেলে সাত্তার (৩২)। এদের মধ্যে সাত্তারকে ১৫দিন ও নাহিদকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে সকালে পবা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শিতলাই এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় নাহিদ ও সাত্তারকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ কারাদণ্ডাদেশ দেন বিচারক। এরপর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।