সাভারের নবীননগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম রাশেদ(৩৫) ঢাকার কামরাঙ্গীরচরের নুরুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক(এসআই) আমিরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা সাতটার দিকে শহিদুল তার অসুস্থ বন্ধুর সঙ্গে দেখা করে মোটরসাইকেলে সাভার থেকে ঢাকায় ফিরছিলেন। পথে নবীনগরে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।