রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে তিন দিন পানি নেই

পানির জন্য এ হাহাকার ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে। গত তিন দিন ধরে ওই হাসপাতালে পানি নেই। বৃহস্পতিবার পানি উঠানোর পাম্প নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ আছে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এছাড়া হাসপাতালের আওতাধীন নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউটের শিক্ষকদের কোয়ার্টার এবং হাসপাতালের চিকিৎসকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেিণর কর্মচারীদের আবাসিক ভবনেও পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগের শেষ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। শনিবার বিকাল নাগাদ ওয়ার্কশপে পাম্পটির মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে মেরামত শেষে রবিবারের (আজ) মধ্যে পাম্প বসিয়ে পানি সরবরাহ করা সম্ভব হবে। চোখের সমস্যায় আক্রান্ত কিশোরগঞ্জের খাদেজা বেগম ও জহুরা বেগম জানান, গত তিন ধরে পানি নেই। বাইরে থেকে পানি কিনে এনে খেতে হচ্ছে। বাথরুমের জন্যও পানি কিনে আনতে হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডের রোগী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের ফাতেমা বেগম জানান, পানির অভাবে টয়লেট ব্যবহারে বেশি সমস্যা হচ্ছে। রোকেয়া বেগম, পানির অভাবে শিশুকে সময়মতো খাবার স্যালাইন খাওয়াতে পারছেন না।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার ইনামুল হক জানান, হাসপাতালে মোট রোগীর সংখ্যা ২৭০ জন। চার তলাবিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য আটটি ওয়ার্ড রয়েছে। সরবরাহ না থাকায় বাইরে থেকে পানি আনতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম (ইলেকট্রিক) বলেন, 'শুক্রবার সারাদিন লেগেছে পানির পাম্প তুলতে। রাত ৮টার দিকে পানির পাম্প তুলে ওয়ার্কশপে দেওয়া হয়েছে। পাম্প মেরামতের কাজ চলছে। রবিবার পাম্প বসানো যাবে বলে আশা করা হচ্ছে'।

সর্বশেষ খবর