আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, তারেক রহমান আদালতে আত্মসমর্পণ করলে যথাযথ প্রক্রিয়ায় জামিন পাবেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক ঐক্যের কোনো সম্ভাবনা নেই। সচিবালয়ের কার্যালয়ে গতকাল ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।