রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

গাইবান্ধায় এসআইসহ পাঁচ পুলিশ প্রত্যাহার

জেলার গোবিন্দগঞ্জ থানায় উদ্ধার করা ফেনসিডিল বিক্রি ও আটক নারীকে শারীরিক লাঞ্ছিত করা এবং প্রশাসনিক নির্দেশ অমান্য করার অভিযোগে গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশে এক এসআইসহ ৫ পুলিশ সদস্যকে শনিবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন ৫ পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজানুল ইসলাম সুজন, কনস্টেবল মোখলেছ, শামছুল, আতিকুর রহমান ও শাহিনুর রহমান। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার চাপরীগঞ্জ নামক এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করে ওই পুলিশ সদস্যরা। পরে উদ্ধার করা ফেনসিডিল বিক্রি ও ওই নারীকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ সুপার তাদের প্রত্যাহারের নির্দেশ দেন। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।

সর্বশেষ খবর