মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে ইউএনও লাঞ্ছিত

ঝিনাইদহের শৈলকুপায় বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন আলী। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে মারধরের শিকার হন স্থানীয় এক সাংবাদিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শৈলকুপা উপজেলা প্রেসক্লাবের নেতারা। স্থানীয়রা জানান, শৈলকুপার আনিপুর গ্রামের জামিরুল ইসলামের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী নাসরিন নাহারের সঙ্গে গতকাল খন্দকবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে শৈলকুপার ইউএনও চৌধুরী রওশন ইসলাম আনিপুর গ্রামে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের অভিভাবক দুই চাচা মনিরুল ও আমিরুল ইসলামকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। এ খবরে স্থানীয়রা উত্তেজিত হয়ে কার্যালয় ঘেরাও করে লাঞ্ছিত করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয় স্থানীয় সাংবাদিক ওয়ালীউল্লাহকে।

সর্বশেষ খবর