চাঁদপুরের মেঘনা নদীতে এমভি পারাবাত-১৪ নামে একটি লঞ্চের কেবিনে ঢুকে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে জড়িত সন্দেহে চার যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে নৌ পুলিশ। রবিবার রাতে এ ঘটনা ঘটে। আটকরা হল— সুজন, রজ্জব আলী, ইমরান ও সাব্বির। তারা রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা। জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের ওই তরুণী (১৯) তার এক বন্ধু সোহেলের সঙ্গে ঢাকা সদর ঘাট থেকে রবিবার রাত ৮টার দিকে মাদারীপুরগামী এমভি পারাবাত-১৪ লঞ্চের কেবিনে উঠেন। লঞ্চটি চাঁদপুরের মেঘনায় পৌঁছলে কয়েক যুবক আইনের লোক পরিচয় দিয়ে কেবিনের দরজা খুলতে বাধ্য করে। সোহেলের ভাষ্য, যুবকরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। তাদের চিৎকারে অন্য যাত্রীরা এসে চারজনকে আটক করে। পরে তাদের চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করে। ভুক্তভোগি তরুণী ও তার বন্ধুকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সোমবার বিকালে অস্ত্র ও গুলিসহ আটক চারজনকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।