আত্মসমর্পণকারী সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ দস্যুকে গতকাল বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ৫ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন এসব বনদস্যু। তাদের বিরুদ্ধে ওইদিন রাতে র্যাব-৮-এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে অস্ত্র আইনে মংলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। গতকাল বিকালে ওই দুটি মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার এসআই মঞ্জুরে এলাহী বনদস্যু মাস্টার বাহিনী প্রধানসহ ১০ দস্যুকে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজীর আদালত সুন্দরবনের ত্রাস বনদস্যু মাস্টার বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ দস্যুকে বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাস্টার বাহিনী প্রধানসহ ওই বাহিনীর ১০ দস্যুকে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ ভ্যানে করে প্রথমে আদালতে ও পরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। র্যাব-৮-এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে প্রথম অস্ত্র মামলায় নয় বনদস্যুকে আসামি করে করেন। এ নয় বনদস্যুর মধ্যে মাস্টার বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৪৬), তার সেকেন্ড ইন কমান্ডার সোহাগ আকন্দ (৩৭), সোলায়মান শেখ (২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ (৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার (২৬), হারুন (২৪) ও আরিফ সরদারকে (২২) আসামি করা হয়। অন্য অস্ত্র মামলায় একমাত্র আসামি করা হয় আসাদুল ইসলাম কোকিলকে (২৭)।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
মাস্টার বাহিনী প্রধানসহ ১০ দস্যু কারাগারে
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর