বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা
ফেনীতে বিমল হত্যা

সাতজনের যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি

হত্যার ১৮ বছর পর ফেনীর আলোচিত বিমল হত্যা মামলার রায়  দেওয়া হয়েছে গতকাল। আদালত রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— নোমান, সবুজ, জসিম, জসিম উদ্দিন, জহীর, খুরশিদ ও আবদুল মোতালেব ওরফে সবুজ। মামলার আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া একই আদালত অপর একটি ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ আসামি নোমান ওরফে আবদুল নোমান, সবুজ, জসিম উদ্দিন ওরফে বলি, জহীর ও আবদুল মোতালেব ওরফে সবুজ এবং আবদুর রহিম নামে অপর একজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেয়। জানা গেছে, ১৯৯৭ সালের ২৭ অক্টোবর ফেনীর ফুলগাজীর শ্রীচন্দ্রপুর গ্রামের বিমল চন্দ্র রায়কে ইট দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ড্রিল  মেশিন দিয়ে ছিদ্র করে হত্যা করে দুর্বৃত্তরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর