সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

প্রকৌশলী লাঞ্ছিত

সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে মহাসড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় মানিকগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এ সময় বুলডোজার চালককে পিটিয়ে আহত করে হকার্স লীগের নেতা-কর্মীরা।  রবিবার দুপুরে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।—সাভার প্রতিনিধি

কর্মশালা

নারায়ণগঞ্জে ‘নিরাপদ খাদ্য এবং ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ‘স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। নারায়ণগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। বক্তৃতা করেন ডা. নিশিকান্ত দেবনাথ, ডা. শাহনেওয়াজ চৌধুরী, গাউছুল আজম, শাহিন আরা বেগম, সরোয়ার হোসেন এবং শামসুর রহমান প্রমুখ পদস্থ কর্মকর্তা।—নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভিত্তিপ্রস্তর

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সংলগ্ন এলাকায় রবিবার সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন পুলিশ সুপার ড. খন্দকার মুহিত উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মার্কেটে আগুন, নেভাতে গিয়ে একজনের মৃত্যু

বগুড়া শহরের মেহেরুন্নেছা মার্কেটে শনিবার রাতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মোয়াজ্জেম হোসেন নামে এক দোকানমালিক। মোয়াজ্জেম বগুড়া সদরের শহরদিঘি গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং মার্কেটের বগুড়া অডিও ভিডিও সেন্টারের মালিক।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শেরপুরে গার্মেন্টকর্মী হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান আবু শামাকে শনিবার রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। গতকাল তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। আবু শামা শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক।

—শেরপুর প্রতিনিধি

বাস খাদে, নিহত ১

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও আহত হন ২০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার বেলা ১১টার দিকে সাকুরা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসচালক অমিত হাসান। খাদে পড়ে বাসটি অর্ধেক ডুবে যায়। তাত্ক্ষনিক স্থানীয়রা বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আহতদের বেশির ভাগই নারী ও শিশু।

—ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর