মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ভোগান্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এইচএসসির ভর্তি ফি দেওয়ার জন্য ছাত্রছাত্রিদের চরম ভোগান্তিসহ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এবারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করে। পছন্দের কলেজে ভর্তির জন্য টাকা দিতে গিয়ে পড়েছে মহাবিপদে। টাকা জমা দিতে হবে শিওর ক্যাশ-এর মাধ্যমে। আর ঠাকুরগাঁওয়ে শিওর ক্যাশ (যমুনা ব্যাংক)-এর এজেন্ট না থাকায় শুধু কলেজের সামনে একটি দোকানে টাকা নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও মহিলা কলেজ ও সরকারি কলেজের সামনে গিয়ে দেখা যায়, সরকারি ফি মতে মানবিক বিভাগের জন্য ১ হাজার ৯৩০ টাকা জমা দেওয়ার কথা থাকলেও দোকানদার ফরম পূরণ, ভ্যাটসহ শিক্ষার্থীদের কাছে ২ হাজার ১৫০ টাকা নিচ্ছে। এবং মহিলা কলেজের সামনের দোকানে বাধ্য করা হচ্ছে ছাত্রীদের সেখানে ফরম পূরণ করার জন্য। ঠাকুরগাঁও মহিলা কলেজে ভর্তি হতে আসা ছাত্রী মাহফুজা আক্তার জানান, সকাল থেকে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কাল শেষ দিন। আজ টাকা জমা দিতে হবে। আমি জানতাম ফরমসহ ২ হাজার টাকা লাগবে। এখন এখানে টাকা বেশি চাচ্ছে।

সর্বশেষ খবর