Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২৪ জুন, ২০১৬ ০৩:০২

খালেদা জিয়া টার্গেট কিলিংয়ে মদদ দিচ্ছেন

মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

খালেদা জিয়া টার্গেট কিলিংয়ে মদদ দিচ্ছেন

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি অভিযোগ করেছেন, বিএনপি, জামায়াত ও বেগম খালেদা জিয়ার মদদে দেশে টার্গেট কিলিং হচ্ছে। ভারতের সঙ্গে এখন আমাদের সুসম্পর্ক রয়েছে। এই সুসম্পর্ক নষ্ট করতে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করা হচ্ছে। এসব করে তারা সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে। বিএনপি, জামায়াতের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত থাকার আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, পাড়া-মহল্লা, ইউনিয়নে এদের কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার জামালপুর জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ফরিদুল হক খান দুলাল, মেহজাবিন মোশারফ এমপি, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নিজাম উদ্দিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।


আপনার মন্তব্য