শিরোনাম
সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আত্রাইয়ে দুই জেএমবি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে গোলাম মহিত শিপন (৫০) ও হাফেজ মাসুদ (৪৩) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিপন উপজেলার জামগ্রাম গ্রামের সাহাদত হোসেনের এবং হাফেজ মাসুদ উপজেলার পতিসর গ্রামের তছলিম আহমেদের ছেলে। পুলিশ বলছে—এরা নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবির) সদস্য ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী। গোপন বৈঠক করার সময় রবিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। আত্রাই থানার ওসি জানান, উপজেলার জামগ্রাম গ্রামে শিপনের বাড়িতে জেএমবি সদস্যরা নাশকতা চালানোর জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। শিপন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। হাফেজ মাসুদ সম্পর্কে ওসি জানান, নাশকতা চালাতে পারে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে তার বাড়ি থেকে তিনটি ককটেলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আত্রাই থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাদের নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার শিপন ও হাফেজ মাসুদের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর