শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
মেহেরপুরে তোলপাড়

‘জঙ্গি বিরোধী সভায় এরা হাজির হয় কীভাবে!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে জেলা ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতিসহ জামায়াত কর্মী ও রাজাকারের উপস্থিতির ঘটনায় তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে, ‘জঙ্গিবিরোধী সভায় এরা হাজির হয় কীভাবে!’ শিবির নেতাদের পাশে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুলের উপস্থিতি নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। মেহেরপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে এই সমাবেশ ও মানববন্ধন হয়েছিল গত মঙ্গলবার বেলা ১১টায়  মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি দোদুল। প্রধান অতিথির ভাষণে এমপি দোদুল জঙ্গিবাদ ও শিবির-জামায়াত মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় তার পাশে ব্যানার ধরে দাঁড়িয়ে ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল হত্যা মামলার সঙ্গে জড়িত ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুকুল এবং সরকারবিরোধী নাশকতা ও সহিংসতা মামলায় আসামি হাবিব। এ ছাড়া অনুষ্ঠানে দোয়া পাঠের মাধ্যমে সূচনা করেন রাজাকার আনছারুল মৌলভী। জঙ্গিবাদবিরোধী সমাবেশে রাজাকার ও শিবির নেতাদের উপস্থিতি সম্পর্কে আয়োজকরা জানান, তারা পেশায় শিক্ষক হওয়ায় ওই কর্মসূচিতে ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সোলাইমান আলী, মেহেরপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম ও মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের একরামুল আযীম, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুসহ অন্যান্যরা।

সর্বশেষ খবর