রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘মিথ্যা’ অভিযোগে যুবক গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের বিরুদ্ধে সানোয়ার নামে এক যুবককে ডাকাতি, গাড়ি চুরি, গরু চুরি ও ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সানোয়ারের মা রাহেলা বেগম তার অভিযোগে বলেন, তিনি ছেলে, নাতনি ও পুত্রবধূকে নিয়ে খাসগাঁও গ্রামে থাকেন। তার ছেলে সানোয়ার মিয়া গাড়ি চালক। আর যেদিন গাড়িতে কোনো ট্রিপ থাকে না সেদিন রেলস্টেশনে লেবু ও আনারস  বিক্রি করে সংসার চালায়। গত ৭ সেপ্টেম্বর বেলা ২টার দিকে ছেলের শ্বশুরবাড়ি শ্রীমঙ্গল রেলস্টেশন সংলগ্ন কালীঘাট রোড এলাকা থেকে পুলিশ সানোয়ারকে ধরে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে জানতে পারেন ছেলের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তিনি অভিযোগের ফটোকপি হাতে পেয়ে দেখেন সানোয়ারের বিরুদ্ধে ডাকাতি, গাড়ি চুরি, গরু চুরি, ছিনতাইয়ের অভিযোগ এনে কোর্টে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক সৈয়দ মো. মাহবুবুর রহমান বলেন, সানোয়ার বহিরাগত ডাকাতদের ইনফর্মার এবং আশ্রয়দাতা। সে পুলিশের মুভম্যান্ট লক্ষ্য রেখে ডাকাতির কাজে সহযোগিতা করছে।   

সর্বশেষ খবর