চাঁদপুরে দুর্বৃত্তের ছুিরকাঘাতে মক্তবের এক শিক্ষক ও ফেনীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে এক অটোচালক খুন হয়েছেন। এছাড়া ঝালকাঠিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের খবর— চাঁদপুর : কচুয়া উপজেলার শিলাস্থান নামক স্থানে গতকাল সকালে মসজিদে আরবি পড়ানোর সময় শিক্ষক হাজী সাহেব আলীকে (৬০) ছুরিকাঘাত করে এক যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে অভিযুক্ত রনিকে আটক করে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ সুরতহাল করে লাশ ও আটক যুবককে থানায় নিয়ে যান। ফেনী : ক্যারাম খেলাকে কেন্দ্র করে লোকমান হোসেন (৫০) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। ফেনী সদর উপজেলার নোয়াবাদ এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ক্যরাম খেলা নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে লোকমানের ছেলে সোহেলকে মারধর করেন নোয়াবাদ এলাকার নিজাম উদ্দিন। ঘটনা শুনে লোকমান ঘটনাস্থলে গিয়ে নিজামকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দুজনের কাটাকাটির একপর্যায়ে নিজাম লোকমানকে ছুরিকাঘাত করে। রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেলে নিলে সেখানে মারা যান। ঝালকাঠি : সদর উপজেলার পোনাবালিয়া গ্রামে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে হাসি (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। শনিবার দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। হাসি পোনাবালিয়া গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। এদিকে ভোলার মনপুরার মেঘনা নদী থেকে গতকাল শফিকুল ইসলাম নামে আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জলদস্যুদের গুলিতে দুই জেলের লাশ উদ্ধার করা হল। এদিকে পুলিশ মেঘনার দুর্ধর্ষ জলদস্যু সম্রাট ১২ মামলার আসামি জহুরুলকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুর ২টার দিকে মনপুরার মেঘনা নদী থেকে জেলে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার ভোররাতে মনপুরার জমিরশাহ চর এলাকায় জলদস্যুদের হামলায় কামাল মাঝি নামের এক জেলে নিহত হন। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে ৬ জেলে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে ঘটনার একদিন পর গতকাল উদ্ধার হওয়া জেলে শফিক শনিবার জলদস্যুদের হামলার শিকার হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, মনপুরার মেঘনায় পাওয়া লাশটি তজুমুদ্দিন উপজেলার মহাজান কান্দির জেলে শফিকুল ইসলামের।
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
চাঁদপুরে শিক্ষক ফেনীতে অটোচালক খুন
মেঘনায় আরও এক জেলের লাশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর