শিরোনাম
সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চাঁদপুরে শিক্ষক ফেনীতে অটোচালক খুন

মেঘনায় আরও এক জেলের লাশ

প্রতিদিন ডেস্ক

চাঁদপুরে দুর্বৃত্তের ছুিরকাঘাতে মক্তবের এক শিক্ষক ও ফেনীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে এক অটোচালক খুন হয়েছেন। এছাড়া ঝালকাঠিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের খবর— চাঁদপুর : কচুয়া উপজেলার শিলাস্থান নামক স্থানে গতকাল সকালে মসজিদে আরবি পড়ানোর সময় শিক্ষক হাজী সাহেব আলীকে (৬০) ছুরিকাঘাত করে এক যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে অভিযুক্ত রনিকে আটক করে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ সুরতহাল করে লাশ ও আটক যুবককে থানায় নিয়ে যান। ফেনী : ক্যারাম খেলাকে কেন্দ্র করে লোকমান হোসেন (৫০) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। ফেনী সদর উপজেলার নোয়াবাদ এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ক্যরাম খেলা নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে লোকমানের ছেলে সোহেলকে মারধর করেন নোয়াবাদ এলাকার নিজাম উদ্দিন। ঘটনা শুনে লোকমান ঘটনাস্থলে গিয়ে নিজামকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দুজনের কাটাকাটির একপর্যায়ে নিজাম লোকমানকে ছুরিকাঘাত করে। রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেলে নিলে সেখানে মারা যান। ঝালকাঠি : সদর উপজেলার পোনাবালিয়া গ্রামে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে হাসি (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। শনিবার দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। হাসি পোনাবালিয়া গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। এদিকে ভোলার মনপুরার মেঘনা নদী থেকে গতকাল শফিকুল ইসলাম নামে আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জলদস্যুদের গুলিতে দুই জেলের লাশ উদ্ধার করা হল। এদিকে পুলিশ মেঘনার দুর্ধর্ষ জলদস্যু সম্রাট ১২ মামলার আসামি জহুরুলকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুর ২টার দিকে মনপুরার মেঘনা নদী থেকে জেলে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার ভোররাতে মনপুরার জমিরশাহ চর এলাকায় জলদস্যুদের হামলায় কামাল মাঝি নামের এক জেলে নিহত হন। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে ৬ জেলে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে ঘটনার একদিন পর গতকাল উদ্ধার হওয়া জেলে শফিক শনিবার জলদস্যুদের হামলার শিকার হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, মনপুরার মেঘনায় পাওয়া লাশটি তজুমুদ্দিন উপজেলার মহাজান কান্দির জেলে শফিকুল ইসলামের।

সর্বশেষ খবর