চাঁদপুরে দুর্বৃত্তের ছুিরকাঘাতে মক্তবের এক শিক্ষক ও ফেনীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে এক অটোচালক খুন হয়েছেন। এছাড়া ঝালকাঠিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের খবর— চাঁদপুর : কচুয়া উপজেলার শিলাস্থান নামক স্থানে গতকাল সকালে মসজিদে আরবি পড়ানোর সময় শিক্ষক হাজী সাহেব আলীকে (৬০) ছুরিকাঘাত করে এক যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে অভিযুক্ত রনিকে আটক করে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ সুরতহাল করে লাশ ও আটক যুবককে থানায় নিয়ে যান। ফেনী : ক্যারাম খেলাকে কেন্দ্র করে লোকমান হোসেন (৫০) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। ফেনী সদর উপজেলার নোয়াবাদ এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ক্যরাম খেলা নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে লোকমানের ছেলে সোহেলকে মারধর করেন নোয়াবাদ এলাকার নিজাম উদ্দিন। ঘটনা শুনে লোকমান ঘটনাস্থলে গিয়ে নিজামকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দুজনের কাটাকাটির একপর্যায়ে নিজাম লোকমানকে ছুরিকাঘাত করে। রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেলে নিলে সেখানে মারা যান। ঝালকাঠি : সদর উপজেলার পোনাবালিয়া গ্রামে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে হাসি (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। শনিবার দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। হাসি পোনাবালিয়া গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। এদিকে ভোলার মনপুরার মেঘনা নদী থেকে গতকাল শফিকুল ইসলাম নামে আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জলদস্যুদের গুলিতে দুই জেলের লাশ উদ্ধার করা হল। এদিকে পুলিশ মেঘনার দুর্ধর্ষ জলদস্যু সম্রাট ১২ মামলার আসামি জহুরুলকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুর ২টার দিকে মনপুরার মেঘনা নদী থেকে জেলে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার ভোররাতে মনপুরার জমিরশাহ চর এলাকায় জলদস্যুদের হামলায় কামাল মাঝি নামের এক জেলে নিহত হন। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে ৬ জেলে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে ঘটনার একদিন পর গতকাল উদ্ধার হওয়া জেলে শফিক শনিবার জলদস্যুদের হামলার শিকার হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, মনপুরার মেঘনায় পাওয়া লাশটি তজুমুদ্দিন উপজেলার মহাজান কান্দির জেলে শফিকুল ইসলামের।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
চাঁদপুরে শিক্ষক ফেনীতে অটোচালক খুন
মেঘনায় আরও এক জেলের লাশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর