সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে সম্প্রতি একটি খুনের ঘটনাকে কেন্দ করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের গ্রেফতার এড়াতে এবং প্রতিপক্ষের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন শতাধিক ব্যক্তি। ওইসব পরিবারের মহিলা-শিশুরা রয়েছেন আতঙ্কে। প্রতি রাতে লুট করা হচ্ছে আসামিপক্ষের লোকজনের বাড়ির মালামাল, গবাদি পশু। অভিযোগ আছে, হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ফায়দা লুটছে। সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, একটি হত্যা মামলায় ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। এক আসামি গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বাড়িতে হামলা, লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ইউসুফদিয়ার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ নভেম্বর ওই গ্রামের হালিম মাতুব্বরের ছেলে শামীমের (২৫) লাশ পাওয়া যায় ধানখেতে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মরদেহ উদ্ধারের পরই একটি মহল ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালায়। এর অংশ হিসাবে তারা শামীমের চাচাতো ভাই তোরাপকে দিয়ে প্রতিপক্ষের ১৬ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যামামলা করান। জানা যায়, মামলার সব আসামি সদ্য অনুষ্ঠিত ভাওয়াল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের লোক হিসেবে পরিচিত। এনায়েত হোসেনকে করা হয়েছে প্রধান আসামি। গ্রামবাসী জানান, শামীমকে কারা কিভাবে হত্যা করেছে সবই জানে পুলিশ। পারিবারিক কলহের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলেও দাবি তাদের। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি জানান, ‘শামীম পারিবারিক কলহের শিকার। এখন ভিন্ন রাজনীতি হচ্ছে। শামীমের ভাই, ভাবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’ হত্যার ঘটনার পর আসামিসহ তাদের পরিবারের শতাধিক পুরুষ সদস্য গ্রামছাড়া হওয়ায় প্রতিপক্ষের হামলার ভয়ে দিন কাটছে নারী-শিশুদের। পাকা ধান কাটতে না পারায় তা খেতেই শুকিয়ে যাচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে, শামীম হত্যাকে পুঁজি করে প্রভাশালী মহল তাদের রাজনীতিক অবস্থান পাকাপোক্ত করতে প্রতিপক্ষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
গ্রেফতার এড়াতে শতাধিক ব্যক্তি গ্রামছাড়া, বাড়িতে লুটপাট
ইউসুফদিয়ায় খুনের ঘটনায় উত্তেজনা
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর