সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে সম্প্রতি একটি খুনের ঘটনাকে কেন্দ করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের গ্রেফতার এড়াতে এবং প্রতিপক্ষের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন শতাধিক ব্যক্তি। ওইসব পরিবারের মহিলা-শিশুরা রয়েছেন আতঙ্কে। প্রতি রাতে লুট করা হচ্ছে আসামিপক্ষের লোকজনের বাড়ির মালামাল, গবাদি পশু। অভিযোগ আছে, হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ফায়দা লুটছে। সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, একটি হত্যা মামলায় ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। এক আসামি গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বাড়িতে হামলা, লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ইউসুফদিয়ার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ নভেম্বর ওই গ্রামের হালিম মাতুব্বরের ছেলে শামীমের (২৫) লাশ পাওয়া যায় ধানখেতে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মরদেহ উদ্ধারের পরই একটি মহল ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালায়। এর অংশ হিসাবে তারা শামীমের চাচাতো ভাই তোরাপকে দিয়ে প্রতিপক্ষের ১৬ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যামামলা করান। জানা যায়, মামলার সব আসামি সদ্য অনুষ্ঠিত ভাওয়াল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের লোক হিসেবে পরিচিত। এনায়েত হোসেনকে করা হয়েছে প্রধান আসামি। গ্রামবাসী জানান, শামীমকে কারা কিভাবে হত্যা করেছে সবই জানে পুলিশ। পারিবারিক কলহের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলেও দাবি তাদের। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি জানান, ‘শামীম পারিবারিক কলহের শিকার। এখন ভিন্ন রাজনীতি হচ্ছে। শামীমের ভাই, ভাবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’ হত্যার ঘটনার পর আসামিসহ তাদের পরিবারের শতাধিক পুরুষ সদস্য গ্রামছাড়া হওয়ায় প্রতিপক্ষের হামলার ভয়ে দিন কাটছে নারী-শিশুদের। পাকা ধান কাটতে না পারায় তা খেতেই শুকিয়ে যাচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে, শামীম হত্যাকে পুঁজি করে প্রভাশালী মহল তাদের রাজনীতিক অবস্থান পাকাপোক্ত করতে প্রতিপক্ষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
শিরোনাম
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত