সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে সম্প্রতি একটি খুনের ঘটনাকে কেন্দ করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের গ্রেফতার এড়াতে এবং প্রতিপক্ষের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন শতাধিক ব্যক্তি। ওইসব পরিবারের মহিলা-শিশুরা রয়েছেন আতঙ্কে। প্রতি রাতে লুট করা হচ্ছে আসামিপক্ষের লোকজনের বাড়ির মালামাল, গবাদি পশু। অভিযোগ আছে, হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ফায়দা লুটছে। সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, একটি হত্যা মামলায় ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। এক আসামি গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বাড়িতে হামলা, লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ইউসুফদিয়ার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ নভেম্বর ওই গ্রামের হালিম মাতুব্বরের ছেলে শামীমের (২৫) লাশ পাওয়া যায় ধানখেতে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মরদেহ উদ্ধারের পরই একটি মহল ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালায়। এর অংশ হিসাবে তারা শামীমের চাচাতো ভাই তোরাপকে দিয়ে প্রতিপক্ষের ১৬ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যামামলা করান। জানা যায়, মামলার সব আসামি সদ্য অনুষ্ঠিত ভাওয়াল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের লোক হিসেবে পরিচিত। এনায়েত হোসেনকে করা হয়েছে প্রধান আসামি। গ্রামবাসী জানান, শামীমকে কারা কিভাবে হত্যা করেছে সবই জানে পুলিশ। পারিবারিক কলহের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলেও দাবি তাদের। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি জানান, ‘শামীম পারিবারিক কলহের শিকার। এখন ভিন্ন রাজনীতি হচ্ছে। শামীমের ভাই, ভাবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’ হত্যার ঘটনার পর আসামিসহ তাদের পরিবারের শতাধিক পুরুষ সদস্য গ্রামছাড়া হওয়ায় প্রতিপক্ষের হামলার ভয়ে দিন কাটছে নারী-শিশুদের। পাকা ধান কাটতে না পারায় তা খেতেই শুকিয়ে যাচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে, শামীম হত্যাকে পুঁজি করে প্রভাশালী মহল তাদের রাজনীতিক অবস্থান পাকাপোক্ত করতে প্রতিপক্ষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে