সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে সম্প্রতি একটি খুনের ঘটনাকে কেন্দ করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের গ্রেফতার এড়াতে এবং প্রতিপক্ষের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন শতাধিক ব্যক্তি। ওইসব পরিবারের মহিলা-শিশুরা রয়েছেন আতঙ্কে। প্রতি রাতে লুট করা হচ্ছে আসামিপক্ষের লোকজনের বাড়ির মালামাল, গবাদি পশু। অভিযোগ আছে, হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ফায়দা লুটছে। সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, একটি হত্যা মামলায় ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। এক আসামি গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বাড়িতে হামলা, লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ইউসুফদিয়ার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ নভেম্বর ওই গ্রামের হালিম মাতুব্বরের ছেলে শামীমের (২৫) লাশ পাওয়া যায় ধানখেতে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মরদেহ উদ্ধারের পরই একটি মহল ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালায়। এর অংশ হিসাবে তারা শামীমের চাচাতো ভাই তোরাপকে দিয়ে প্রতিপক্ষের ১৬ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যামামলা করান। জানা যায়, মামলার সব আসামি সদ্য অনুষ্ঠিত ভাওয়াল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের লোক হিসেবে পরিচিত। এনায়েত হোসেনকে করা হয়েছে প্রধান আসামি। গ্রামবাসী জানান, শামীমকে কারা কিভাবে হত্যা করেছে সবই জানে পুলিশ। পারিবারিক কলহের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলেও দাবি তাদের। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি জানান, ‘শামীম পারিবারিক কলহের শিকার। এখন ভিন্ন রাজনীতি হচ্ছে। শামীমের ভাই, ভাবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’ হত্যার ঘটনার পর আসামিসহ তাদের পরিবারের শতাধিক পুরুষ সদস্য গ্রামছাড়া হওয়ায় প্রতিপক্ষের হামলার ভয়ে দিন কাটছে নারী-শিশুদের। পাকা ধান কাটতে না পারায় তা খেতেই শুকিয়ে যাচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে, শামীম হত্যাকে পুঁজি করে প্রভাশালী মহল তাদের রাজনীতিক অবস্থান পাকাপোক্ত করতে প্রতিপক্ষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
শিরোনাম
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
গ্রেফতার এড়াতে শতাধিক ব্যক্তি গ্রামছাড়া, বাড়িতে লুটপাট
ইউসুফদিয়ায় খুনের ঘটনায় উত্তেজনা
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর