সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে সম্প্রতি একটি খুনের ঘটনাকে কেন্দ করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের গ্রেফতার এড়াতে এবং প্রতিপক্ষের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন শতাধিক ব্যক্তি। ওইসব পরিবারের মহিলা-শিশুরা রয়েছেন আতঙ্কে। প্রতি রাতে লুট করা হচ্ছে আসামিপক্ষের লোকজনের বাড়ির মালামাল, গবাদি পশু। অভিযোগ আছে, হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ফায়দা লুটছে। সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, একটি হত্যা মামলায় ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। এক আসামি গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বাড়িতে হামলা, লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ইউসুফদিয়ার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ নভেম্বর ওই গ্রামের হালিম মাতুব্বরের ছেলে শামীমের (২৫) লাশ পাওয়া যায় ধানখেতে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মরদেহ উদ্ধারের পরই একটি মহল ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালায়। এর অংশ হিসাবে তারা শামীমের চাচাতো ভাই তোরাপকে দিয়ে প্রতিপক্ষের ১৬ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যামামলা করান। জানা যায়, মামলার সব আসামি সদ্য অনুষ্ঠিত ভাওয়াল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের লোক হিসেবে পরিচিত। এনায়েত হোসেনকে করা হয়েছে প্রধান আসামি। গ্রামবাসী জানান, শামীমকে কারা কিভাবে হত্যা করেছে সবই জানে পুলিশ। পারিবারিক কলহের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলেও দাবি তাদের। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি জানান, ‘শামীম পারিবারিক কলহের শিকার। এখন ভিন্ন রাজনীতি হচ্ছে। শামীমের ভাই, ভাবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’ হত্যার ঘটনার পর আসামিসহ তাদের পরিবারের শতাধিক পুরুষ সদস্য গ্রামছাড়া হওয়ায় প্রতিপক্ষের হামলার ভয়ে দিন কাটছে নারী-শিশুদের। পাকা ধান কাটতে না পারায় তা খেতেই শুকিয়ে যাচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে, শামীম হত্যাকে পুঁজি করে প্রভাশালী মহল তাদের রাজনীতিক অবস্থান পাকাপোক্ত করতে প্রতিপক্ষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
গ্রেফতার এড়াতে শতাধিক ব্যক্তি গ্রামছাড়া, বাড়িতে লুটপাট
ইউসুফদিয়ায় খুনের ঘটনায় উত্তেজনা
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর