জেলা পরিষদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জে শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে একাধিক প্রার্থী লবিং-গ্রুপিংয়ে ব্যস্ত সময় পার করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধের সংগঠক আনোয়ার হোসেন রতু, অ্যাড. কেএম হোসেন আলী এবং জান্নাত আরা তালুকদার হেনরীসহ সাতজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা এনেছেন। উন্নয়ন কার্যক্রম টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে জেলা পরিষদকে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি তাকে দলীয় মনোনয়ন দেন তবে সিরাজগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার পাশাপাশি ভিশন-২০২১ বাস্তবায়নে সচেষ্ট হবেন। জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন রতু জানান, দল তাকে মনোনয়ন দিলে সিরাজগঞ্জকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সরকারি বরাদ্দ সুষম বণ্টন করে তৃণমূলের উন্নয়ন সাধনে চেষ্টা চালিয়ে যাবেন। অপর মনোনয়নপ্রত্যাশী অ্যাড. কেএম হোসেন আলী হাসান, তাকে নির্বাচিত করলে জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করে যাবেন। জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, তার লক্ষ্য— নারীশিক্ষা, বাল্যবিয়ে রোধ, নারীর ক্ষমতায়নসহ তৃণমূল পর্যায়ে সিরাজগঞ্জের উন্নয়নে কাজ করা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান জানান, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে লেজেগুবরে অবস্থা করে ফেলেছে। তাছাড়া হাইকমান্ড থেকে সিদ্ধান্ত না আসায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চান সাতজন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর