জেলা পরিষদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জে শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে একাধিক প্রার্থী লবিং-গ্রুপিংয়ে ব্যস্ত সময় পার করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধের সংগঠক আনোয়ার হোসেন রতু, অ্যাড. কেএম হোসেন আলী এবং জান্নাত আরা তালুকদার হেনরীসহ সাতজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা এনেছেন। উন্নয়ন কার্যক্রম টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে জেলা পরিষদকে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি তাকে দলীয় মনোনয়ন দেন তবে সিরাজগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার পাশাপাশি ভিশন-২০২১ বাস্তবায়নে সচেষ্ট হবেন। জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন রতু জানান, দল তাকে মনোনয়ন দিলে সিরাজগঞ্জকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সরকারি বরাদ্দ সুষম বণ্টন করে তৃণমূলের উন্নয়ন সাধনে চেষ্টা চালিয়ে যাবেন। অপর মনোনয়নপ্রত্যাশী অ্যাড. কেএম হোসেন আলী হাসান, তাকে নির্বাচিত করলে জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করে যাবেন। জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, তার লক্ষ্য— নারীশিক্ষা, বাল্যবিয়ে রোধ, নারীর ক্ষমতায়নসহ তৃণমূল পর্যায়ে সিরাজগঞ্জের উন্নয়নে কাজ করা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান জানান, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে লেজেগুবরে অবস্থা করে ফেলেছে। তাছাড়া হাইকমান্ড থেকে সিদ্ধান্ত না আসায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না।
শিরোনাম
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন
- গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চান সাতজন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর