জেলা পরিষদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জে শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে একাধিক প্রার্থী লবিং-গ্রুপিংয়ে ব্যস্ত সময় পার করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধের সংগঠক আনোয়ার হোসেন রতু, অ্যাড. কেএম হোসেন আলী এবং জান্নাত আরা তালুকদার হেনরীসহ সাতজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা এনেছেন। উন্নয়ন কার্যক্রম টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে জেলা পরিষদকে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি তাকে দলীয় মনোনয়ন দেন তবে সিরাজগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার পাশাপাশি ভিশন-২০২১ বাস্তবায়নে সচেষ্ট হবেন। জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন রতু জানান, দল তাকে মনোনয়ন দিলে সিরাজগঞ্জকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সরকারি বরাদ্দ সুষম বণ্টন করে তৃণমূলের উন্নয়ন সাধনে চেষ্টা চালিয়ে যাবেন। অপর মনোনয়নপ্রত্যাশী অ্যাড. কেএম হোসেন আলী হাসান, তাকে নির্বাচিত করলে জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করে যাবেন। জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, তার লক্ষ্য— নারীশিক্ষা, বাল্যবিয়ে রোধ, নারীর ক্ষমতায়নসহ তৃণমূল পর্যায়ে সিরাজগঞ্জের উন্নয়নে কাজ করা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান জানান, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে লেজেগুবরে অবস্থা করে ফেলেছে। তাছাড়া হাইকমান্ড থেকে সিদ্ধান্ত না আসায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল