জেলা পরিষদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জে শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে একাধিক প্রার্থী লবিং-গ্রুপিংয়ে ব্যস্ত সময় পার করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধের সংগঠক আনোয়ার হোসেন রতু, অ্যাড. কেএম হোসেন আলী এবং জান্নাত আরা তালুকদার হেনরীসহ সাতজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা এনেছেন। উন্নয়ন কার্যক্রম টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে জেলা পরিষদকে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি তাকে দলীয় মনোনয়ন দেন তবে সিরাজগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার পাশাপাশি ভিশন-২০২১ বাস্তবায়নে সচেষ্ট হবেন। জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন রতু জানান, দল তাকে মনোনয়ন দিলে সিরাজগঞ্জকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সরকারি বরাদ্দ সুষম বণ্টন করে তৃণমূলের উন্নয়ন সাধনে চেষ্টা চালিয়ে যাবেন। অপর মনোনয়নপ্রত্যাশী অ্যাড. কেএম হোসেন আলী হাসান, তাকে নির্বাচিত করলে জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করে যাবেন। জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, তার লক্ষ্য— নারীশিক্ষা, বাল্যবিয়ে রোধ, নারীর ক্ষমতায়নসহ তৃণমূল পর্যায়ে সিরাজগঞ্জের উন্নয়নে কাজ করা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান জানান, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে লেজেগুবরে অবস্থা করে ফেলেছে। তাছাড়া হাইকমান্ড থেকে সিদ্ধান্ত না আসায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না।
শিরোনাম
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চান সাতজন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর