জেলা পরিষদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জে শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে একাধিক প্রার্থী লবিং-গ্রুপিংয়ে ব্যস্ত সময় পার করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধের সংগঠক আনোয়ার হোসেন রতু, অ্যাড. কেএম হোসেন আলী এবং জান্নাত আরা তালুকদার হেনরীসহ সাতজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা এনেছেন। উন্নয়ন কার্যক্রম টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে জেলা পরিষদকে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি তাকে দলীয় মনোনয়ন দেন তবে সিরাজগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার পাশাপাশি ভিশন-২০২১ বাস্তবায়নে সচেষ্ট হবেন। জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন রতু জানান, দল তাকে মনোনয়ন দিলে সিরাজগঞ্জকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সরকারি বরাদ্দ সুষম বণ্টন করে তৃণমূলের উন্নয়ন সাধনে চেষ্টা চালিয়ে যাবেন। অপর মনোনয়নপ্রত্যাশী অ্যাড. কেএম হোসেন আলী হাসান, তাকে নির্বাচিত করলে জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করে যাবেন। জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, তার লক্ষ্য— নারীশিক্ষা, বাল্যবিয়ে রোধ, নারীর ক্ষমতায়নসহ তৃণমূল পর্যায়ে সিরাজগঞ্জের উন্নয়নে কাজ করা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান জানান, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে লেজেগুবরে অবস্থা করে ফেলেছে। তাছাড়া হাইকমান্ড থেকে সিদ্ধান্ত না আসায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না।
শিরোনাম
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চান সাতজন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর