গফরগাঁও সরকারি কলেজে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার ফরম ফিলাপের ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ও ঘেরাও করে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় শিক্ষকসহ চারজন আহত হন। গফরগাঁও থানার ওসি বলেন, কাল শনিবার কলেজ কর্তৃপক্ষ মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গত বছর ডিগ্রির ফরম ফিলাপ ফি ছিল এক হাজার ৩০০ টাকা। চলতি বছর নেওয়া হচ্ছে তিন হাজার ৭৮০ টাকা করে। অধ্যক্ষ আমির হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী ফরম ফিলাপের টাকা নেওয়া হয়েছে।