পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কোয়ালিটি ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট’ (আইসিকিউএসডি) শীর্ষক গবেষণা বিষয়ক সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ, অস্ট্রেলিয়ার কারটিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ছয়টি দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষক ও গবেষক এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে রয়েছেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান অধ্যাপক দাতো চে মুসা চে ওমর, অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ-এর প্রেসিডেন্ট নিকোলাস ম্যাকডোনাল্ড, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক এবং অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, মালয়েশিয়ার কারটিন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জুনায়েদ এম. শেখ ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার সহকারী অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম। পোর্ট সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম এবং প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহমেদ এবং বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাই-কমিশনের অস্ট্রেলিয়া ট্রেডের প্রধান মুস্তাফিজুর রহমান। পোর্ট সিটি চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের মানোন্নয়ন করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ২০১৭ সালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর পরিকল্পনা রয়েছে আমাদের। অধ্যাপক দাতো চে মুসা চে ওমর বলেন, বাংলাদেশে অসংখ্য দর্শনীয় স্থান আছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে এ দর্শনীয় স্থানসমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
‘দর্শনীয় স্থানসমূহ অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর