পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কোয়ালিটি ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট’ (আইসিকিউএসডি) শীর্ষক গবেষণা বিষয়ক সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ, অস্ট্রেলিয়ার কারটিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ছয়টি দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষক ও গবেষক এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে রয়েছেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান অধ্যাপক দাতো চে মুসা চে ওমর, অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ-এর প্রেসিডেন্ট নিকোলাস ম্যাকডোনাল্ড, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক এবং অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, মালয়েশিয়ার কারটিন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জুনায়েদ এম. শেখ ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার সহকারী অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম। পোর্ট সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম এবং প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহমেদ এবং বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাই-কমিশনের অস্ট্রেলিয়া ট্রেডের প্রধান মুস্তাফিজুর রহমান। পোর্ট সিটি চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের মানোন্নয়ন করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ২০১৭ সালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর পরিকল্পনা রয়েছে আমাদের। অধ্যাপক দাতো চে মুসা চে ওমর বলেন, বাংলাদেশে অসংখ্য দর্শনীয় স্থান আছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে এ দর্শনীয় স্থানসমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
শিরোনাম
- ড্রেনে পড়ে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর উদ্ধার মরদেহ
- বনানীতে পথশিশু ধর্ষণ : মূল অভিযুক্ত পরিবহন হেলপার গ্রেফতার
- দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল
- মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়