বগুড়ার ধুনট-জোড়শিমুল সড়কে গ্রামপুলিশ সদস্যকে বেঁধে রেখে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অস্ত্রের মুখে দুটি ট্রাক, একটি পিকআপ, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি ভটভটিতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ ডাকাতদের মারপিটে গ্রাম পুলিশসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে। আহতরা হলেন, ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের গ্রাম পুলিশ দশরত রবিদাস, ভটভটি চালক বাচ্চু মিয়া, জামিনুর রহমান ও ইউনুস আলী। আহত দশরত রবিদাস জানান, শুক্রবার রাত ১০টায় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে চিকাশি ইউনিয়ন পরিষদ পাহারার উদ্দেশ্যে বের হন তিনি। পথে ধুনট-জোড়শিমুল সড়কের হারানির চড়া সেতুর কাছে তাকে ধরে হাত, পা ও মুখ বেঁধে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় উভয় দিক থেকে ঘটনাস্থলে আসা কয়েকটি গাড়ির গতিরোধ করে লুটপাট চালায় ডাকাতরা।