আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল বগুড়ায় তিন দিনের আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। গত বৃহস্পতিবার বগুড়ায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছিল। এতে প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ইজতেমা মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করেন পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি তাবলিগ জমাতের মুসল্লিরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, দুপুরে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় চুয়াডাঙ্গা মহিলা কলেজপাড়ায় ইজতেমা ময়দান। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা যুবায়ের হোসেন। প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবক ইজতেমা মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।