সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষার্থীদের টাকায় এমপিকে সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় ওই কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা তুলে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে প্রায় আট লাখ টাকা চাঁদা তোলা হয়। সেই টাকায় গত শনিবার কলেজ মাঠে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ চার ঘণ্টার সংবর্ধনায় সংসদ সদস্যকে একটি ক্রেস্ট ও মানপত্র দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তবে কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন চাঁদা তোলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সংবর্ধনা উপলক্ষে কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়নি। আনোয়ারুল আবেদিন খান তুহিন চাঁদা তোলার বিষয়টি তার জানা নেই বলে জানিয়ে বলেন, এ সংবর্ধনা আমি নিতে চাইনি। কলেজ কর্তৃপক্ষ আমাকে জোর করে সংবর্ধনা দিয়েছে। আর চাঁদার বিষয়টি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দুজনকেই আমি বহিষ্কার করব। আর যারা রিপোর্ট করেছে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রেনু জানান, কলেজ জাতীয়করণ করা সরকারের উন্নয়ন প্রক্রিয়ার অংশ। আমি শুনেছি, শিক্ষার্থীদের টাকায় এ সংবর্ধনা দেওয়া হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলেজ জাতীয়করণ হয়েছে। চাঁদা তুলে সংবর্ধনার আয়োজন খুবই দুঃখজনক এবং লজ্জাকর।

প্রসঙ্গত, দেশের প্রত্যেক উপজেলায় একটি কলেজ সরকারিকরণের বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত আছে।

সর্বশেষ খবর