শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোর রাতে জেলার রায়পুর উপজেলার মিতালী বাজার এলাকার চরবিকম ফিল গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রুহুল আমিন চিহ্নিত ডাকাত তার বিরুদ্ধে ৪টি ডাকাতির মামলা রয়েছে। নিহত রুহুল আমিন রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের  এরশাদের ছেলে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ভোর ৪ টার দিকে স্থানীয় ব্যবসায়ী শরিফ হোসেনের ঘরে ১০/১২ জনের ডাকাত দল হানা দেয়। শরীফকে মারধর করে নগদ ২ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে তারা। এ সময় তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী রুহুল আমিন নামের একজনকে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিন এলাকার চিহ্নিত ডাকাত তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ খবর