মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা গ্রামে পুকুরে ডুবে হুজাইফা ওরফে হোসাইন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে পরিবারের সদস্যরা পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ দেখতে পান।
নিহত হুজাইফা ষোলটাকা ইউনিয়ানের শিমুলতলা গ্রামের তুহিন আলীর ছেলে ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু শিক্ষা কর্মস‚চের শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম