মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘স্বাবলম্বীর’ ৩০ বছর পূর্তিতে জমকালো আয়োজন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বেসরকারি সংগঠন ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতির’ ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১২টায় শহরের শিবগঞ্জ রোডে নিজস্ব কার্যালয় থেকে আনন্দ র‍্যালি বের করে। র‍্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সমিতির কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়া সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা ও দিনব্যাপী হস্তকুটির শিল্পের মেলা বসে। ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে দেশি-বিদেশি দাতারা যোগ দেন।

আলোচনা সভায় স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন— পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব।

উল্লেখ্য, অসহায় হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে স্বামী কর্তৃক নিগৃহীত নেত্রকোনার বেগম রোকেয়া শিক্ষকতা পেশার পাশাপাশি ১৯৮৬ সালে এ প্রতিষ্ঠান গড়ে তুলেন। বর্তমানে প্রতিষ্ঠানে উপকারভোগীর সংখ্যা লক্ষাধিক।

সর্বশেষ খবর