মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বৈদ্যুতিক লাইনের নিচে ইটভাটা, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

বৈদ্যুতিক তারে জড়িয়ে আনিছুর রহমান নামে পার্বতীপুরের ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের এবিএম ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আনিছুর একই ইউনিয়নের দুর্গাপুর নয়াপাড়া গ্রামের মৃত শুকারুর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে ভাটা তৈরি করে মোমিনপুর ইউনিয়নের হয়বত্পুর ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুর রহমান ডাব্লু। তিনি ইট তৈরির জন্য ইটভাটায় বিশাল স্তূপাকারে মাটি জমা করেন। যা বৈদ্যুতিক লাইনের কাছাকাছি চলে যায়। ওই মাটির স্তূপের ওপর উঠে মাটি সরানোর সময় অসাবধানতা বশত কোদাল লাগলে শ্রমিক আনিছুর রহমান বিদ্যুত্স্পৃষ্ট হন।

 গুরুতর আহত অবস্থায় দ্রুত স্থানীয় এক ডাক্তারের কাছে  নেওয়ার পথে সে মারা যায়।

ওই ভাটা ম্যানেজার মোস্তফা সাংবাদিকদের জানান, নিহত শ্রমিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ ছাড়াও তার তিন নাবালক সন্তান রয়েছে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর