মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ‘সাইফুর রহমান পৌর সুপার’ মার্কেট। দ্বিতল এ মার্কেটে আগে দোকান ছিল ২১১টি। গত বছর মার্কেটটি পাশে বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই বর্ধিত অংশের দোকান বরাদ্দে ব্যাপক অর্থবাণিজ্যের বলে অভিযোগ ওঠেছে। প্রথম তলার দোকান বরাদ্দের সময় ঘরপ্রতি নেওয়া হয়েছে ১৮ লাখ টাকা। কিন্তু ভাড়াটিয়া চুক্তিনামা দেওয়া হয়েছে সাড়ে তিন লাখের। একইভাবে দ্বিতীয় তলার দোকান বরাদ্দে টাকা নেওয়া হয়েছে আড়াই লাখ করে। চুক্তিনামা দেওয়া হয়েছে দেড় লাখের। এভাবে দোকনঘর বরাদ্দে প্রায় দুই কোটি টাকা ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার ইঙ্গিত ওঠেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, একজন কাউন্সিলর ও এক ব্যবসায়ী নেতার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাইয়ে দ্বিতল বিশিষ্ট সাইফুর রহমান পৌর সুপার মার্কেটের নিচ তলায় ১৪টি ও উপর তলায় ১৪টি ঘরের বর্ধিতকরণ কাজ শুরু হয়। ওই বছরের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয় ভাড়াটিয়াদের। নির্মাণ ব্যয় হয় মোট ৬৩ লাখ টাকা। ঘুষ দিয়ে ঘর বরাদ্দ পাওয়ার কথা দোকানিরা স্বীকার করলেও বরাদ্দ বাতিল হবে এই ভয়ে কেউ নাম প্রকাশে রাজি নন। জয়নাল শেখ নামে একজন জানান, ‘তার নামেও একটি ঘর বরাদ্দ হয়েছিল। ওই সময় তিনি হজে চলে গিয়েছিলেন। সময়মত আসতে না পারায় বরাদ্দ বাতিল হয়েছে। তিনি পরে এসে শুনেছেন অন্যরা ১৭-১৮ লাখ টাকা করে দিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন। দোকান বরাদ্দে অধিক টাকা আদায়ের বিষয়ে মার্কেটের সাধারণ সম্পাদক জসিম মাঝি বলেন, ‘পৌরসভার সম্পদ পাবলিকেরে দিছে, হেই সময় আপনি কই ছিলেন বলে মোবাইলের লাইন কেটে দেন। অভিযুক্ত কাউন্সিলর আব্দুল আহাদ জানান, দোকান বরাদ্দে তিনি ও মার্কেটের সাধারণ সম্পাদক ছিলেন। অধিক টাকা গ্রহণের অভিযোগটি মিথ্যা। কাগজে যত লেখা হয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে ততই নেওয়া হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, ‘মার্কেট বানানোর আগে শর্তই ছিল যাদের দোকানের সামনে ঘর বাড়ানো হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরই বরাদ্দ দেওয়া হবে। এখানে টাকা নেওয়ার কোনো অবকাশ নেই। তবে দুই চার টাকা পেলে থার্ট পার্টি পেয়ে থাকতে পারে।’ পৌর মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘পে-অর্ডারের বাইরে নগদ একটি টাকাও নেওয়ার সুযোগ নেই। টেন্ডার পেলে ব্যবসায়ীরাই পৌরসভার নামে পে-অর্ডার করে দেয়।
শিরোনাম
- বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
- বৃষ্টির কারণে ৩৫ মিনিট দেরিতে টস, ব্যাটিং করবে বাংলাদেশ
- স্কুলছাত্রী অপহরণের ৪ মাস পর আদালতে মামলা
- মালয়েশিয়া থেকে ট্রাম্পের এশিয়া সফর শুরু
- ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার
- রায়পুরায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা
- শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- ‘যুবদল গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, থাকবে’
- হঠাৎ মেট্রোরেল বন্ধে দুর্ভোগ
- ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার
- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঘুষ নিয়ে ভাইরাল সেই শিক্ষা কর্মকর্তার ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি
- এশিয়ার নবীনতম দেশ এখন আসিয়ানের ১১তম সদস্য
- স্বামীর ছুরিকাঘাতের চারদিন পর স্ত্রীর মৃত্যু
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
- টঙ্গীতে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের মতবিনিময় সভা
- ভাইরাল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সেই নিয়োগ সাময়িক স্থগিত
- জোট হলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, ইসিতে চিঠি
- সালমান শাহর স্ত্রী সামিরাকে নির্দোষ বললেন ডন
- কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
পৌরসভার দোকান বরাদ্দে দুই কোটি টাকার বাণিজ্য
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে দিতে হবে কাশি, বারবার কাশতে গিয়ে ধরা পড়লেন পরীক্ষার্থী
২২ ঘণ্টা আগে | দেশগ্রাম