মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ‘সাইফুর রহমান পৌর সুপার’ মার্কেট। দ্বিতল এ মার্কেটে আগে দোকান ছিল ২১১টি। গত বছর মার্কেটটি পাশে বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই বর্ধিত অংশের দোকান বরাদ্দে ব্যাপক অর্থবাণিজ্যের বলে অভিযোগ ওঠেছে। প্রথম তলার দোকান বরাদ্দের সময় ঘরপ্রতি নেওয়া হয়েছে ১৮ লাখ টাকা। কিন্তু ভাড়াটিয়া চুক্তিনামা দেওয়া হয়েছে সাড়ে তিন লাখের। একইভাবে দ্বিতীয় তলার দোকান বরাদ্দে টাকা নেওয়া হয়েছে আড়াই লাখ করে। চুক্তিনামা দেওয়া হয়েছে দেড় লাখের। এভাবে দোকনঘর বরাদ্দে প্রায় দুই কোটি টাকা ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার ইঙ্গিত ওঠেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, একজন কাউন্সিলর ও এক ব্যবসায়ী নেতার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাইয়ে দ্বিতল বিশিষ্ট সাইফুর রহমান পৌর সুপার মার্কেটের নিচ তলায় ১৪টি ও উপর তলায় ১৪টি ঘরের বর্ধিতকরণ কাজ শুরু হয়। ওই বছরের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয় ভাড়াটিয়াদের। নির্মাণ ব্যয় হয় মোট ৬৩ লাখ টাকা। ঘুষ দিয়ে ঘর বরাদ্দ পাওয়ার কথা দোকানিরা স্বীকার করলেও বরাদ্দ বাতিল হবে এই ভয়ে কেউ নাম প্রকাশে রাজি নন। জয়নাল শেখ নামে একজন জানান, ‘তার নামেও একটি ঘর বরাদ্দ হয়েছিল। ওই সময় তিনি হজে চলে গিয়েছিলেন। সময়মত আসতে না পারায় বরাদ্দ বাতিল হয়েছে। তিনি পরে এসে শুনেছেন অন্যরা ১৭-১৮ লাখ টাকা করে দিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন। দোকান বরাদ্দে অধিক টাকা আদায়ের বিষয়ে মার্কেটের সাধারণ সম্পাদক জসিম মাঝি বলেন, ‘পৌরসভার সম্পদ পাবলিকেরে দিছে, হেই সময় আপনি কই ছিলেন বলে মোবাইলের লাইন কেটে দেন। অভিযুক্ত কাউন্সিলর আব্দুল আহাদ জানান, দোকান বরাদ্দে তিনি ও মার্কেটের সাধারণ সম্পাদক ছিলেন। অধিক টাকা গ্রহণের অভিযোগটি মিথ্যা। কাগজে যত লেখা হয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে ততই নেওয়া হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, ‘মার্কেট বানানোর আগে শর্তই ছিল যাদের দোকানের সামনে ঘর বাড়ানো হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরই বরাদ্দ দেওয়া হবে। এখানে টাকা নেওয়ার কোনো অবকাশ নেই। তবে দুই চার টাকা পেলে থার্ট পার্টি পেয়ে থাকতে পারে।’ পৌর মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘পে-অর্ডারের বাইরে নগদ একটি টাকাও নেওয়ার সুযোগ নেই। টেন্ডার পেলে ব্যবসায়ীরাই পৌরসভার নামে পে-অর্ডার করে দেয়।
শিরোনাম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম