মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ‘সাইফুর রহমান পৌর সুপার’ মার্কেট। দ্বিতল এ মার্কেটে আগে দোকান ছিল ২১১টি। গত বছর মার্কেটটি পাশে বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই বর্ধিত অংশের দোকান বরাদ্দে ব্যাপক অর্থবাণিজ্যের বলে অভিযোগ ওঠেছে। প্রথম তলার দোকান বরাদ্দের সময় ঘরপ্রতি নেওয়া হয়েছে ১৮ লাখ টাকা। কিন্তু ভাড়াটিয়া চুক্তিনামা দেওয়া হয়েছে সাড়ে তিন লাখের। একইভাবে দ্বিতীয় তলার দোকান বরাদ্দে টাকা নেওয়া হয়েছে আড়াই লাখ করে। চুক্তিনামা দেওয়া হয়েছে দেড় লাখের। এভাবে দোকনঘর বরাদ্দে প্রায় দুই কোটি টাকা ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার ইঙ্গিত ওঠেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, একজন কাউন্সিলর ও এক ব্যবসায়ী নেতার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাইয়ে দ্বিতল বিশিষ্ট সাইফুর রহমান পৌর সুপার মার্কেটের নিচ তলায় ১৪টি ও উপর তলায় ১৪টি ঘরের বর্ধিতকরণ কাজ শুরু হয়। ওই বছরের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয় ভাড়াটিয়াদের। নির্মাণ ব্যয় হয় মোট ৬৩ লাখ টাকা। ঘুষ দিয়ে ঘর বরাদ্দ পাওয়ার কথা দোকানিরা স্বীকার করলেও বরাদ্দ বাতিল হবে এই ভয়ে কেউ নাম প্রকাশে রাজি নন। জয়নাল শেখ নামে একজন জানান, ‘তার নামেও একটি ঘর বরাদ্দ হয়েছিল। ওই সময় তিনি হজে চলে গিয়েছিলেন। সময়মত আসতে না পারায় বরাদ্দ বাতিল হয়েছে। তিনি পরে এসে শুনেছেন অন্যরা ১৭-১৮ লাখ টাকা করে দিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন। দোকান বরাদ্দে অধিক টাকা আদায়ের বিষয়ে মার্কেটের সাধারণ সম্পাদক জসিম মাঝি বলেন, ‘পৌরসভার সম্পদ পাবলিকেরে দিছে, হেই সময় আপনি কই ছিলেন বলে মোবাইলের লাইন কেটে দেন। অভিযুক্ত কাউন্সিলর আব্দুল আহাদ জানান, দোকান বরাদ্দে তিনি ও মার্কেটের সাধারণ সম্পাদক ছিলেন। অধিক টাকা গ্রহণের অভিযোগটি মিথ্যা। কাগজে যত লেখা হয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে ততই নেওয়া হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, ‘মার্কেট বানানোর আগে শর্তই ছিল যাদের দোকানের সামনে ঘর বাড়ানো হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরই বরাদ্দ দেওয়া হবে। এখানে টাকা নেওয়ার কোনো অবকাশ নেই। তবে দুই চার টাকা পেলে থার্ট পার্টি পেয়ে থাকতে পারে।’ পৌর মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘পে-অর্ডারের বাইরে নগদ একটি টাকাও নেওয়ার সুযোগ নেই। টেন্ডার পেলে ব্যবসায়ীরাই পৌরসভার নামে পে-অর্ডার করে দেয়।
শিরোনাম
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি