মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ‘সাইফুর রহমান পৌর সুপার’ মার্কেট। দ্বিতল এ মার্কেটে আগে দোকান ছিল ২১১টি। গত বছর মার্কেটটি পাশে বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই বর্ধিত অংশের দোকান বরাদ্দে ব্যাপক অর্থবাণিজ্যের বলে অভিযোগ ওঠেছে। প্রথম তলার দোকান বরাদ্দের সময় ঘরপ্রতি নেওয়া হয়েছে ১৮ লাখ টাকা। কিন্তু ভাড়াটিয়া চুক্তিনামা দেওয়া হয়েছে সাড়ে তিন লাখের। একইভাবে দ্বিতীয় তলার দোকান বরাদ্দে টাকা নেওয়া হয়েছে আড়াই লাখ করে। চুক্তিনামা দেওয়া হয়েছে দেড় লাখের। এভাবে দোকনঘর বরাদ্দে প্রায় দুই কোটি টাকা ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার ইঙ্গিত ওঠেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, একজন কাউন্সিলর ও এক ব্যবসায়ী নেতার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাইয়ে দ্বিতল বিশিষ্ট সাইফুর রহমান পৌর সুপার মার্কেটের নিচ তলায় ১৪টি ও উপর তলায় ১৪টি ঘরের বর্ধিতকরণ কাজ শুরু হয়। ওই বছরের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয় ভাড়াটিয়াদের। নির্মাণ ব্যয় হয় মোট ৬৩ লাখ টাকা। ঘুষ দিয়ে ঘর বরাদ্দ পাওয়ার কথা দোকানিরা স্বীকার করলেও বরাদ্দ বাতিল হবে এই ভয়ে কেউ নাম প্রকাশে রাজি নন। জয়নাল শেখ নামে একজন জানান, ‘তার নামেও একটি ঘর বরাদ্দ হয়েছিল। ওই সময় তিনি হজে চলে গিয়েছিলেন। সময়মত আসতে না পারায় বরাদ্দ বাতিল হয়েছে। তিনি পরে এসে শুনেছেন অন্যরা ১৭-১৮ লাখ টাকা করে দিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন। দোকান বরাদ্দে অধিক টাকা আদায়ের বিষয়ে মার্কেটের সাধারণ সম্পাদক জসিম মাঝি বলেন, ‘পৌরসভার সম্পদ পাবলিকেরে দিছে, হেই সময় আপনি কই ছিলেন বলে মোবাইলের লাইন কেটে দেন। অভিযুক্ত কাউন্সিলর আব্দুল আহাদ জানান, দোকান বরাদ্দে তিনি ও মার্কেটের সাধারণ সম্পাদক ছিলেন। অধিক টাকা গ্রহণের অভিযোগটি মিথ্যা। কাগজে যত লেখা হয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে ততই নেওয়া হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, ‘মার্কেট বানানোর আগে শর্তই ছিল যাদের দোকানের সামনে ঘর বাড়ানো হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরই বরাদ্দ দেওয়া হবে। এখানে টাকা নেওয়ার কোনো অবকাশ নেই। তবে দুই চার টাকা পেলে থার্ট পার্টি পেয়ে থাকতে পারে।’ পৌর মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘পে-অর্ডারের বাইরে নগদ একটি টাকাও নেওয়ার সুযোগ নেই। টেন্ডার পেলে ব্যবসায়ীরাই পৌরসভার নামে পে-অর্ডার করে দেয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ