মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ‘সাইফুর রহমান পৌর সুপার’ মার্কেট। দ্বিতল এ মার্কেটে আগে দোকান ছিল ২১১টি। গত বছর মার্কেটটি পাশে বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই বর্ধিত অংশের দোকান বরাদ্দে ব্যাপক অর্থবাণিজ্যের বলে অভিযোগ ওঠেছে। প্রথম তলার দোকান বরাদ্দের সময় ঘরপ্রতি নেওয়া হয়েছে ১৮ লাখ টাকা। কিন্তু ভাড়াটিয়া চুক্তিনামা দেওয়া হয়েছে সাড়ে তিন লাখের। একইভাবে দ্বিতীয় তলার দোকান বরাদ্দে টাকা নেওয়া হয়েছে আড়াই লাখ করে। চুক্তিনামা দেওয়া হয়েছে দেড় লাখের। এভাবে দোকনঘর বরাদ্দে প্রায় দুই কোটি টাকা ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার ইঙ্গিত ওঠেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, একজন কাউন্সিলর ও এক ব্যবসায়ী নেতার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাইয়ে দ্বিতল বিশিষ্ট সাইফুর রহমান পৌর সুপার মার্কেটের নিচ তলায় ১৪টি ও উপর তলায় ১৪টি ঘরের বর্ধিতকরণ কাজ শুরু হয়। ওই বছরের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয় ভাড়াটিয়াদের। নির্মাণ ব্যয় হয় মোট ৬৩ লাখ টাকা। ঘুষ দিয়ে ঘর বরাদ্দ পাওয়ার কথা দোকানিরা স্বীকার করলেও বরাদ্দ বাতিল হবে এই ভয়ে কেউ নাম প্রকাশে রাজি নন। জয়নাল শেখ নামে একজন জানান, ‘তার নামেও একটি ঘর বরাদ্দ হয়েছিল। ওই সময় তিনি হজে চলে গিয়েছিলেন। সময়মত আসতে না পারায় বরাদ্দ বাতিল হয়েছে। তিনি পরে এসে শুনেছেন অন্যরা ১৭-১৮ লাখ টাকা করে দিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন। দোকান বরাদ্দে অধিক টাকা আদায়ের বিষয়ে মার্কেটের সাধারণ সম্পাদক জসিম মাঝি বলেন, ‘পৌরসভার সম্পদ পাবলিকেরে দিছে, হেই সময় আপনি কই ছিলেন বলে মোবাইলের লাইন কেটে দেন। অভিযুক্ত কাউন্সিলর আব্দুল আহাদ জানান, দোকান বরাদ্দে তিনি ও মার্কেটের সাধারণ সম্পাদক ছিলেন। অধিক টাকা গ্রহণের অভিযোগটি মিথ্যা। কাগজে যত লেখা হয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে ততই নেওয়া হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, ‘মার্কেট বানানোর আগে শর্তই ছিল যাদের দোকানের সামনে ঘর বাড়ানো হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরই বরাদ্দ দেওয়া হবে। এখানে টাকা নেওয়ার কোনো অবকাশ নেই। তবে দুই চার টাকা পেলে থার্ট পার্টি পেয়ে থাকতে পারে।’ পৌর মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘পে-অর্ডারের বাইরে নগদ একটি টাকাও নেওয়ার সুযোগ নেই। টেন্ডার পেলে ব্যবসায়ীরাই পৌরসভার নামে পে-অর্ডার করে দেয়।
শিরোনাম
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি