গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চাঁদা চাইতে গিয়ে ব্যবসায়ীদের মারধরের শিকার হয়েছেন ডিবি পুলিশের চার সদস্য ও এক সোর্স। এ সময় ব্যবসায়ীরা তাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পুলিশ সদস্যদের ব্যবহৃত মাইক্রোবাসে। চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে আল আমিন মুড়ি মিলে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মারধরের শিকাররা হলেন— গাজীপুর ডিবি পুলিশের এসআই খায়রুল ইসলাম, এএসআই মাহবুবুর রহমান, দুই কনস্টেবল ও এক সোর্স। আল আমিন মুড়ি মিলের মালিক আবুল কালাম বলেন, ‘কয়েকদিন আগে ডিবি পুলিশের ওই সদস্যরা তার মিলে মুড়ির সঙ্গে সার মেশানোর অভিযোগ এনে সাত লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় মামলা দিয়ে হয়রানি, ক্রসফায়ারে হুমকি দেন। পরে দুই লাখ টাকা দিয়ে তাদের কাছ থেকে সাময়িক রক্ষা পাই। পরবর্তীতে আরও টাকা দাবি করে হুমকি দেয়।’ তিনি জানান, ওই ঘটনা সব ব্যবসায়ীকে জানালে তারা ঐক্যবদ্ধ হন। এরই মধ্যে বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডিবি পুলিশের সদস্যরা চাঁদার বাকি টাকার জন্য মিলে আসেন। এ সময় ব্যবসায়ীরা জড়ো হয়ে কাউকে কোনো চাঁদা দেবে না বলে জানিয়ে দেন। তখন পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে চাইলে ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে। পরে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং ভাঙচুর করে পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস। শ্রীপুর থানার সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন। গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা আমলে নেওয়া হবে।’ সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, রাত সাড়ে ৮টায় অবরুদ্ধ অবস্থা থেকে ডিবি পুলিশের সদস্যদের উদ্ধার করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ : শ্রীপুরের বারতোপা গ্রামের মমিন ফিড মিলের মালিক সাইজুদ্দীন বলেন, ‘গত ১ জানুয়ারি গাজীপুর ডিবি পুলিশের এসআই কিবরিয়া তার ফিড মিলে গিয়ে লাইসেন্সসহ অন্য কাগজপত্র দেখতে চান। সেগুলো দেখানোর পরও পুলিশ আমাকে খোঁজাখুঁজি করে। আমার আট বছরের শিশুপুত্র মমিনুলকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে মিলের শ্রমিক বাবুল হোসেনকে তুলে নিয়ে তাকে মুক্তির জন্য পাঁচ লাখ টাকা চায়। দেড় লাখের বিনিময়ে তাকে ছেড়ে দেয়। একই দিন একই গ্রামের জাহিদ ফিড মিলের কাগজপত্র দাবি করে। সেগুলো দেখানোর পর কাগজপত্রের স্বল্পতার অভিযোগ এনে জাহিদকে ধরে নিয়ে যায়। ৭২ হাজার টাকার বিনিময়ে ছাড়া পান তিনি।
শিরোনাম
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা