গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চাঁদা চাইতে গিয়ে ব্যবসায়ীদের মারধরের শিকার হয়েছেন ডিবি পুলিশের চার সদস্য ও এক সোর্স। এ সময় ব্যবসায়ীরা তাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পুলিশ সদস্যদের ব্যবহৃত মাইক্রোবাসে। চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে আল আমিন মুড়ি মিলে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মারধরের শিকাররা হলেন— গাজীপুর ডিবি পুলিশের এসআই খায়রুল ইসলাম, এএসআই মাহবুবুর রহমান, দুই কনস্টেবল ও এক সোর্স। আল আমিন মুড়ি মিলের মালিক আবুল কালাম বলেন, ‘কয়েকদিন আগে ডিবি পুলিশের ওই সদস্যরা তার মিলে মুড়ির সঙ্গে সার মেশানোর অভিযোগ এনে সাত লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় মামলা দিয়ে হয়রানি, ক্রসফায়ারে হুমকি দেন। পরে দুই লাখ টাকা দিয়ে তাদের কাছ থেকে সাময়িক রক্ষা পাই। পরবর্তীতে আরও টাকা দাবি করে হুমকি দেয়।’ তিনি জানান, ওই ঘটনা সব ব্যবসায়ীকে জানালে তারা ঐক্যবদ্ধ হন। এরই মধ্যে বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডিবি পুলিশের সদস্যরা চাঁদার বাকি টাকার জন্য মিলে আসেন। এ সময় ব্যবসায়ীরা জড়ো হয়ে কাউকে কোনো চাঁদা দেবে না বলে জানিয়ে দেন। তখন পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে চাইলে ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে। পরে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং ভাঙচুর করে পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস। শ্রীপুর থানার সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন। গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা আমলে নেওয়া হবে।’ সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, রাত সাড়ে ৮টায় অবরুদ্ধ অবস্থা থেকে ডিবি পুলিশের সদস্যদের উদ্ধার করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ : শ্রীপুরের বারতোপা গ্রামের মমিন ফিড মিলের মালিক সাইজুদ্দীন বলেন, ‘গত ১ জানুয়ারি গাজীপুর ডিবি পুলিশের এসআই কিবরিয়া তার ফিড মিলে গিয়ে লাইসেন্সসহ অন্য কাগজপত্র দেখতে চান। সেগুলো দেখানোর পরও পুলিশ আমাকে খোঁজাখুঁজি করে। আমার আট বছরের শিশুপুত্র মমিনুলকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে মিলের শ্রমিক বাবুল হোসেনকে তুলে নিয়ে তাকে মুক্তির জন্য পাঁচ লাখ টাকা চায়। দেড় লাখের বিনিময়ে তাকে ছেড়ে দেয়। একই দিন একই গ্রামের জাহিদ ফিড মিলের কাগজপত্র দাবি করে। সেগুলো দেখানোর পর কাগজপত্রের স্বল্পতার অভিযোগ এনে জাহিদকে ধরে নিয়ে যায়। ৭২ হাজার টাকার বিনিময়ে ছাড়া পান তিনি।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
চাঁদাবাজি করতে গিয়ে মার খেলেন চার ডিবি পুলিশ
মাহবুবুর রহমান, শ্রীপুর (গাজীপুর)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর