বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চরফ্যাশনে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল শিশুখাদ্য

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল শিশুখাদ্য। প্রতিনিয়ত এ খাবার খেয়ে শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। দীর্ঘদিন উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে ছোটবড় সব দোকানে ভেজাল ও বিষাক্ত খাবার বেচাকেনা চললেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের কোনো নজর নেই। গ্রামাঞ্চলে ফেরি করেও বিক্রি হয় এসব শিশুখাদ্য। সরেজমিনে দেখা যায়, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্রি হচ্ছে লজেন্স, চুইংগাম, চকোলেট, আচার, ড্রিংকস, চিপস। শিশুদের আকৃষ্ট করতে ভেজাল এসব খাবারের সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে বাঁশি, খেলনা, লটারির টিকিট, কুপন, প্লাস্টিকের স্পাইডারম্যান, ডোরেমন, সুপারম্যান, পুতুল ও বিভিন্ন স্টিকার। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি সস্তা দরের এ খাবার খেয়ে শিশুরা জন্ডিস, আমাশয়, ডায়রিয়া, পেটের পীড়ায় অক্রান্ত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ। বিশেষজ্ঞদের মতে, রাস্তার পাশে বিক্রি করা খোলা খাবার খেলে ক্ষুধামন্দা, জন্ডিস, এন্টিফিভার, পেটের পীড়া, পেটের প্রদাহসহ নানা রোগ হতে পারে। এছাড়া আইসক্রিম ও শরবতের মাধ্যমে ছড়াতে পারে পানিবাহিত যে কোন রোগ। এ থেকে শিশুদের রক্ষা করতে হলে নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন হতে হবে।

সর্বশেষ খবর