শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভোলাখাল রক্ষার উদ্যোগ

ভোলা প্রতিনিধি

অবশেষে হাইকোর্টের নির্দেশনার দেড় বছর পর ‘ভোলাখাল’ দখল-দূষণ মুক্ত করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে খালের প্রকৃত সীমানা নির্ধারণ ও দুই পাড়ের অবৈধ স্থাপনার তালিকা তৈরির কাজে নেমেছেন পৌরসভা, জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা। এ সময় শহরের কাশিশ্বর ব্রিজ থেকে বাংলা স্কুল ব্রিজ পর্যন্ত পূর্ব পাশে ২৫টি স্থাপনা, পশ্চিম পাড়ে পৌরসভার ১০২টি এবং ব্যক্তিমালিকানা ২০টি স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। খালটির পুরো সীমানা নির্ধারণ হলে ওই সব স্থাপনার মালিকদের নোটিস পাাঠানো হবে বলে জানানো হয়।

ভোলা সদর উপজেলার সহহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন জানান, আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিস করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযানের মাধ্যমে ভোলাখালকে দখল-দূষণমুক্ত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর