খুলনা জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকার ভারী চিকিৎসা সরঞ্জাম (এমএসআর) না কিনেই অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। পুকুর চুরির মতো ঘটনাটি নিয়ে স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি তদন্তের জন্য খুলনা সিভিল সার্জন অফিস তিন সদস্যের কমিটি গঠন করেছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) আলাদাভাবে এ ঘটনায় তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, খুলনা জেনারেল হাসপাতালে ২০১৫-১৬ অর্থবছরে ৬ ও ১২ চ্যানেলের ১৭টি ইসিজি মেশিন কেনার কথা। কিন্তু কাগজে-কলমে কেনা হলেও বাস্তবে তার একটিও কেনা হয়নি। শুধু ইসিজি মেশিন নয়, হাসপাতালের জন্য ভেনটিলেটরসহ অ্যানেসথেসিয়া মেশিন, ইউরিন অ্যানালাইজার, এক্স-রে মেশিন, কম্পিউটার রেডিওগ্রাফি মেশিন কেনার কথা বলা হলেও তার কোনো হদিস নেই। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদার ও খুলনা সিভিল সার্জন অফিসের কয়েকজন কর্মকর্তা এ আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত। হাসপাতাল সূত্র জানিয়েছে, বিদেশি অর্থায়নে এইচপিএনএসডিপি প্রকল্পের আওতায় খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ১০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয় ২০১৬ সালের জুনে। প্রকল্পের বার্ষিক পরিকল্পনায় জেনারেল হাসপাতালের নাম না থাকলেও ঠিকাদারের সঙ্গে যোগসাজশে স্ব্বাস্থ্য অধিদফতরের একজন পরিচালক (হাসপাতাল) এ অর্থ বরাদ্দের অনুমোদন দেন। খুলনা সিভিল সার্জন অফিসের হিসাব বিভাগ এ প্যাকেজের কিছু সরঞ্জাম কেনার কথা বললেও হাসপাতালে তা খুঁজে পায়নি। দুদক ইতিমধ্যে সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক গোলাম কিবরিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভ্যন্তরীণ অডিটে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ঘটনার তদন্তে ডেপুটি সিভিল সার্জন ডা. মঈনউদ্দিন মোল্লাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাদের ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে পুরো বিষয়টি এখন আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন ডা. মঈনউদ্দিন মোল্লা জানান, ‘প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। তবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি।’
শিরোনাম
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
১০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনায় পুকুরচুরি
তদন্তে কমিটি, কাজ শুরু দুদকের
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর