খুলনা জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকার ভারী চিকিৎসা সরঞ্জাম (এমএসআর) না কিনেই অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। পুকুর চুরির মতো ঘটনাটি নিয়ে স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি তদন্তের জন্য খুলনা সিভিল সার্জন অফিস তিন সদস্যের কমিটি গঠন করেছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) আলাদাভাবে এ ঘটনায় তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, খুলনা জেনারেল হাসপাতালে ২০১৫-১৬ অর্থবছরে ৬ ও ১২ চ্যানেলের ১৭টি ইসিজি মেশিন কেনার কথা। কিন্তু কাগজে-কলমে কেনা হলেও বাস্তবে তার একটিও কেনা হয়নি। শুধু ইসিজি মেশিন নয়, হাসপাতালের জন্য ভেনটিলেটরসহ অ্যানেসথেসিয়া মেশিন, ইউরিন অ্যানালাইজার, এক্স-রে মেশিন, কম্পিউটার রেডিওগ্রাফি মেশিন কেনার কথা বলা হলেও তার কোনো হদিস নেই। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদার ও খুলনা সিভিল সার্জন অফিসের কয়েকজন কর্মকর্তা এ আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত। হাসপাতাল সূত্র জানিয়েছে, বিদেশি অর্থায়নে এইচপিএনএসডিপি প্রকল্পের আওতায় খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ১০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয় ২০১৬ সালের জুনে। প্রকল্পের বার্ষিক পরিকল্পনায় জেনারেল হাসপাতালের নাম না থাকলেও ঠিকাদারের সঙ্গে যোগসাজশে স্ব্বাস্থ্য অধিদফতরের একজন পরিচালক (হাসপাতাল) এ অর্থ বরাদ্দের অনুমোদন দেন। খুলনা সিভিল সার্জন অফিসের হিসাব বিভাগ এ প্যাকেজের কিছু সরঞ্জাম কেনার কথা বললেও হাসপাতালে তা খুঁজে পায়নি। দুদক ইতিমধ্যে সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক গোলাম কিবরিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভ্যন্তরীণ অডিটে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ঘটনার তদন্তে ডেপুটি সিভিল সার্জন ডা. মঈনউদ্দিন মোল্লাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাদের ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে পুরো বিষয়টি এখন আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন ডা. মঈনউদ্দিন মোল্লা জানান, ‘প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। তবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি।’
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর