শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। চট্টগ্রাম ও টাঙ্গাইলে সড়কে প্রাণ হারিয়েছেন একজন করে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় পরীক্ষার্থী বহণকারী বাস খাদে আহত হয়েছেন ১৫ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বগুড়া : শাজাহানপুর উপজেলার লিচুতলা মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন— শেরপুর উপজেলার আবুল কালাম আজাদ, নন্দীগ্রামের শরীফা সুলতানা ও শাজাহানপুরের সাইফুল ইসলাম। এ ঘটনায় আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া শেরপুর উপজেলায় পণ্যবাহী ট্রাক ও ভটভটির সংঘর্ষে মারা গেছেন চাল ব্যবসায়ী রিপন। আহত হয়েছেন আরও তিনজন। চট্টগ্রাম : বন্দর থানাধীন নিমতলা মুন্সিপাড়ার পোর্ট মার্কেট এলাকায় খেলতে এসে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ফাহাত (৭) নামে এক শিশুর। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। ফাহাত স্থানীয় মো. বাহারের একমাত্র ছেলে ও প্রথম শ্রেণির ছাত্র ছিল। টাঙ্গাইল : ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে পড়ে প্রাণ হারিয়েছেন জুঙ্গীপুর-রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম। গতকাল সকালে বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। শহিদুল ইসলামের বাড়ি পৌর এলাকার ঘাটান্দী গ্রামে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় দাখিল পরীক্ষার্থী বহনকারী একটি বাস খাদে পড়ে ১৫ পরীক্ষার্থী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। আহতরা সবাই ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর